কারন আমরা মুসলমানরা কেউ কোরআন পড়ে উত্তর বের করতে চাই না, কোরআন থেকে উত্তর পেতে হলে মাথা খাটানো লাগে, সময় দেয়া লাগে । কিন্তু আমরা চাই কেউ মাথা খাটিয়ে কোরআন বুঝে আর না বুঝে শুধু যুক্তি দিয়ে আমাদেরকে উত্তর খাইয়ে দিবে। এর জন্যই ৯৫% মুসলমানের দেশে প্রায় সবাই ই যুক্তিবুদ্ধি দিয়ে প্রশ্নের উত্তর আর ফতোয়া দিয়ে দেয়, আর যুক্তিবাদী হুজুরদেরও অভাব নেই। কিন্তু কোরআন থেকে প্রশ্নের উত্তর দেওয়া লোক খুবই কম।
আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে সবাই শুধু যুক্তিযুক্ত উত্তর চায় না, এখানে যারা উত্তর চায় তারা কোরআন থেকে বুঝে কেউ উত্তর প্রদান করুক সেই আশায় প্রশ্ন করে, কেউ উত্তর দিতে পারলে সেটাই লাভ, আর সেটা ৯৫% এর সবাই মেনে নিবে। কিন্তু, কেউ যদি কোরআন থেকে উত্তর না ও দেয় তাহলে ও সেই যুক্তির উত্তর ই লাভ মনে করে চলতে থাকে। কারন, ঐ যে বলেছিলাম না কেউই কোরআন পড়তে চায় না।
Bibaha Bondhon Marriage Media
Best Marriage Media in Bangladesh