সেখানে কুরআনে হাফেজ এবং আলেম-এর কথা উল্লেখ করা আছে। তাদের দেহ না পচার ব্যাখ্যা কী?
এর কোনো ব্যাখ্যা নেই।এইগুলো হল অতিরঞ্জিত হাদিস।একজন মানুষ সে যেই হোক ভালো অথবা খারাপ, মৃত্যুর পর তার লাশ মাটিতে দাফন করলে সেই লাশের দেহ পচবেই।
কোরআনে হাফেজ বা আলেম হওয়ার সাথে দেহ পচা না পচার কোনো সম্পর্ক নেই।এই ধরণের হাদিস বিশ্বাস করে এর ব্যাখ্যা খুজে সময় নষ্ট করবেন না।
একজন মানুষের মৃত্যুর পর আল্লাহর নির্দেশে রুহ যখন দেহ ত্যাগ করে, সেই রক্ত মাংসের দেহের আর কোনো তাৎপর্য্য থাকে না।